যশোরের ঝিকরগাছার পল্লীতে টিউবয়েল পাড়ের গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশু সিয়ামের মৃত্যু হয়েছে। স্বজনরা তাকে উদ্ধার করে রোববার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সিয়াম ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গাজীর দরগাহ গ্রামের শামীম হোসেনের ছেলে।
শিশু সিয়ামের চাচা নাজমুল ইসলাম বলেন, শিশুর মা সুমি বেগম রোববার দুপুরে বাড়ির পাশে কল পাড়ে কাজ করছিলেন। এ সময় সিয়াম খেলা করতে করতে পানির গর্তে পড়ে যায়। পরে ভাসছে দেখে তাকে দ্রুত উদ্ধার হাসপাতালে নিয়ে আনা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সবুজদেশ/এসইউ
 
																			 
										 সবুজদেশ ডেস্ক:
																সবুজদেশ ডেস্ক:								 










