যশোরে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
যশোরঃ
যশোর শহরের পালবাড়ি বাসস্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
তিনি যশোর জনতা ব্যাংক মহিলা শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার বোলপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে আজিজুর রহমান শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পালবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি ভাংচুর করেছে। চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে।