যশোরঃ

বিভিন্ন কর্মসূচিতে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার সকালে কালেক্টরেট চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে নয়টার দিকে কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা নূরুল ইসলাম, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আবুল লাইছ, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধান কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন যশোর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পারভেজ মাহামুদ।

আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিজয়ীরা হলো- ক বিভাগে প্রথম স্থান ক্যান্টনমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিমা জামান কথা, দ্বিতীয় স্থান সেক্রেটহার্ট মাধ্যমিক বিদ্যালয়ের সারিনা সাখাওয়াত, তৃতীয় স্থান একই বিদ্যালয়ের রাইয়ান সাখাওয়াত। খ-বিভাগে প্রথম স্থান বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাওহীদা ইসলাম, দ্বিতীয় স্থান যশোর ইন্সটিটিউট প্রাথমিক বিদ্যালয়ের তানহা ইসলাম লামিসা ও তৃতীয় স্থান একই বিদ্যালয়ের রাইয়ান ইকরা।

অপরদিকে, যশোর কালেক্টরেট স্কুল দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনির্বাপন বিষয়ে মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here