ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Reporter Name

প্রতীকী ছবি-

সবুজদেশ ডেস্কঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের রবিউল ইসলাম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। অতিরিক্ত পিপি আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লাউজানি গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আমিনুর রহমান কটা ও একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে রুবেল। এছাড়া এ মামলা থেকে অন্য তিন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, লাউজানি গ্রামের তিনভাই মমিনুর রহমান ওরফে খলিল, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, রবিউল ইসলাম তার মেয়ের বিষয় নিয়ে ঝিকরগাছা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার আসামি ছিলেন কটার ছেলে চন্টু। আসামিরা ওই মামলা তুলে নেওয়ার জন্য প্রায় হুমকি দিতেন রবিউলকে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে শত্রুতা বাড়তে থাকে। এরই মধ্যে ২০২০ সালের ২ ডিসেম্বর বিকেলে রবিউল ইসলাম লাউজানি বাজারে যান। সন্ধ্যার পর আসামিরা বাজারের মধ্যে রবিউল ইসলামকে মারপিট করে গুরুতর জখম করে।

গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে প্রথমে যশোরে, পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইসহাক আলী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ আবু সুফিয়ান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সবশেষ এ মামলার রায়ে বুধবার বিচারক দুই আসামির উপস্থিতিতে প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Tag :

About Author Information
Update Time : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
৮৭ Time View

যশোরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Update Time : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের রবিউল ইসলাম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। অতিরিক্ত পিপি আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লাউজানি গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আমিনুর রহমান কটা ও একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে রুবেল। এছাড়া এ মামলা থেকে অন্য তিন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, লাউজানি গ্রামের তিনভাই মমিনুর রহমান ওরফে খলিল, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, রবিউল ইসলাম তার মেয়ের বিষয় নিয়ে ঝিকরগাছা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার আসামি ছিলেন কটার ছেলে চন্টু। আসামিরা ওই মামলা তুলে নেওয়ার জন্য প্রায় হুমকি দিতেন রবিউলকে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে শত্রুতা বাড়তে থাকে। এরই মধ্যে ২০২০ সালের ২ ডিসেম্বর বিকেলে রবিউল ইসলাম লাউজানি বাজারে যান। সন্ধ্যার পর আসামিরা বাজারের মধ্যে রবিউল ইসলামকে মারপিট করে গুরুতর জখম করে।

গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে প্রথমে যশোরে, পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইসহাক আলী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ আবু সুফিয়ান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সবশেষ এ মামলার রায়ে বুধবার বিচারক দুই আসামির উপস্থিতিতে প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।