যশোরে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮৪ জন: চিকিৎসাধীন ২৭৬
যশোরঃ
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৮৪ জন। এ সময়ের সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৩ জন। আর চিকিৎসাধীন রযেছে ২৭৬ জন।
এর মধ্যে যশোর জেনালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৬জন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১৪৮ জন। আর ক্লিনিকে ৪২জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫০ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৭৪ জন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, সবমিলিয়ে হাসপাতালে ডেঙ্গু রোগির চাপ কিছুটা কমেছে। আক্রান্তদের সুস্থ হতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।