যশোরে ৭ বছরের বালক বলাৎকারের শিকার
যশোরঃ
যশোরের চৌগাছায় সাত বছর বয়সের এক বালক বলাৎকারের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে চৌগাছা উপজেলার খড়িঞ্চা নওদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ফিরোজ হোসেন (১৮) স্থানীয় তরিকুল ইসলাম পৌর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ভুক্তভোগী শিশু গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শুক্রবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটলে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সন্ধ্যায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির বাবা জানান, বাড়ির পাশে খেলার কোন একসময় গ্রামের শরিফুলের ছেলে ফিরোজ শিশুটিকে তুলে একটি ঘরে নিয়ে যায়। সেখানে বলাৎকার করে পালিয়ে যায়। শিশুটি পরিবারের কাছে এসে জানালে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করা হয়। তাতেও অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোরে রেফার করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বাগচী জানান, শিশুটির সেক্সুয়াল অ্যাসাল্ট রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।