যশোর মহিলা ক্রীড়া সংস্থার শোক দিবসের আলোচনা সভা
যশোরঃ
যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা ক্রীড়া সংস্থার কার্য্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যান সংস্থা (পুণাক)যশোরের সভাপতি রওশন জাহান।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু, সাবেক সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবা শেফা।
আলোচনা সভায় বক্তরা বলেন, ১৫ আগষ্ট এর থেকে বড় শোকাবহ দিবস আর নেই। এর থেকে কঠিন, নিষ্ঠুর হত্যাকা- এর আগে কখনও হয়নি বাংলাদেশে। এ জন্য ১৫ আগস্ট শোক দিবস। একইদিনে শেখ কামালের মতো একজন ক্রীড়া সংগঠক, শেখ জামাল, তাদের স্ত্রী, এমনকি শেখ রাসেলকেও হত্যা করা হয়। এমন নিষ্ঠুর হত্যাকান্ড কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশই হতো কিনা সন্দেহ। তাই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।