সবুজদেশ ডেক্সঃ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার’ থেকে নবজাতক শিশুটি চুরি হয়। শার্শা থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে অবশেষে রাত ৭টার সময় ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে নবজাতক শিশুকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালমা খাতুন (২৮) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। নবজাতক চুরির ৮ ঘণ্টা পর উদ্ধার। বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের নবজাতকের পিতা শরিফুল ইসলাম বলেন, তার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণ পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯ টায় সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতকের দাদী আছিয়া বেগম বলেন, তারা শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিলেন। কিছু সময় পরে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান আমরা পায়নি। পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্ম দেন প্রসুতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেই। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। শার্শা থানার উপ পরিদর্শক হাসান আলি বলেন, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করেছেন ।তিনি আরো বলেন শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে, পরে একটি সূত্রে জানা যায়, চুরি হওয়া নবজাতকটি যশোরের মালঞ্চির দোসতিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here