যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৭ ওষুধ প্রতিনিধিকে জরিমানা
যশোরঃ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে যশোরে বিভিন্ন ওষুধ কোম্পানির সাতজন প্রতিনিধিকে জরিমানা দিয়েছে।
রবিবার বেলা ১২ টার দিকে হাসপাতাল চত্বর ও বর্হিবিভাগের সামনে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম ।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে অভিযান পরিচালনাকালে দেখতে পান, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জনগণের অধিকার খর্ব করে জনভোগান্তি সৃষ্টি করছেন। এই আদালত ১৮৬০ সালের ২৯০ ধারায় তাদের ৭ জন ওষুধ প্রতিনিধি প্রত্যেকে ২শ”টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়।
দন্ডপ্রাপ্ত ওষুধ প্রতিনিধিরা হলেন, দি একমি ল্যাবরেটরির প্রভাস মন্ডল, জিয়াউর রহমান ও নজরুল ইসলাম, ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের খলিলুর রহমান, ওরিয়ন ফার্মার আজানুর রহমান, হেলথ কেয়ারের আমিরুল ইসলাম ও নুরুজ্জামান।