শিরোনাম:
রাজধানীতে বিএনপির হঠাৎ মিছিল
সবুজদেশ ডেক্সঃ রাজধানীতে আজ মঙ্গলবার সকালে মিছিল করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এই মিছিল হয়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলের নেতৃত্ব দেন।
আজ সকাল পৌনে আটটায় মিছিলটি রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে এসে শেষ হয়। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার দাবিতে স্লোগান দেন মিছিলকারীরা।
এর আগেও রুহুল কবির রিজভীর নেতৃত্বে এমন হঠাৎ মিছিল বের হয়েছে। কিছু নেতা-কর্মী নিয়ে হঠাৎ বের হওয়ার মিছিল সাধারণত আধা ঘণ্টার মতো স্থায়ী হয়।
Tag :