ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুরা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ১১ জন গুরুতর আহত হন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেসের সঙ্গে ইঞ্জিনচালিত দেশীয় যান কটাংয়ের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হোসেন।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন কটাং গাড়ির চালক। অন্য সবাই মধুখালী উপজেলার রাজ্জাক জুটমিলের শ্রমিক। তাঁরা বাড়িতে ফিরছিলেন।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চালক ইমরান সরদার (২০)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের বাসিন্দা। বাবার নাম এলেম সরদার। অপর দুই নিহত যাত্রী সরোয়ার শেখ (২২) ও শাকিল শেখ (২২)। সরোয়ার বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে ও শাকিল তলশি বরাট গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, জামালপুরের শোলাকুরার রেলক্রসিংয়ে গার্ড থাকে না। মধুখালী থেকে রাজ্জাক জুটমিলের শ্রমিকেরা দেশীয় যান কটাং গাড়িতে বাড়ি ফিরছিলেন। গাড়িটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে কটাং গাড়িটিকে ট্রেন প্রায় এক কিলোমিটার নিয়ে যায়। পরে ট্রেন থামিয়ে গাড়িটি বিচ্ছিন্ন করা হয়।

ওসি এ কে এম আজমল হোসেন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

About Author Information
Update Time : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
৮৪৭ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

Update Time : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুরা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ১১ জন গুরুতর আহত হন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেসের সঙ্গে ইঞ্জিনচালিত দেশীয় যান কটাংয়ের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হোসেন।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন কটাং গাড়ির চালক। অন্য সবাই মধুখালী উপজেলার রাজ্জাক জুটমিলের শ্রমিক। তাঁরা বাড়িতে ফিরছিলেন।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চালক ইমরান সরদার (২০)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের বাসিন্দা। বাবার নাম এলেম সরদার। অপর দুই নিহত যাত্রী সরোয়ার শেখ (২২) ও শাকিল শেখ (২২)। সরোয়ার বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে ও শাকিল তলশি বরাট গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, জামালপুরের শোলাকুরার রেলক্রসিংয়ে গার্ড থাকে না। মধুখালী থেকে রাজ্জাক জুটমিলের শ্রমিকেরা দেশীয় যান কটাং গাড়িতে বাড়ি ফিরছিলেন। গাড়িটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে কটাং গাড়িটিকে ট্রেন প্রায় এক কিলোমিটার নিয়ে যায়। পরে ট্রেন থামিয়ে গাড়িটি বিচ্ছিন্ন করা হয়।

ওসি এ কে এম আজমল হোসেন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।