শিরোনাম:
লালমনিরহাটে অভিযানে গ্রেফতার ২৭
সবুজদেশ ডেক্সঃ লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর ইসলামসহ (৪২) বিএনপি-জামায়াতের চার নেতাকর্মী রয়েছেন।
মঙ্গলবার দিনগত রাতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নুর ইসলামের বাড়ি লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকায়।
লালমনিরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুইজনকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এছাড়া জেলার বাকি তিন উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
Tag :