শক্তিশালী গরিলা গ্লাস ৬

0
1010

নির্মাতা প্রতিষ্ঠান কর্নিং তাদের নতুন গরিলা গ্লাস ৬ লঞ্জ করেছে। প্রতিষ্ঠানের দাবি, এক মিটার উচ্চতা থেকে ১৫ বার পড়লেও ভাঙবে না এই ফোন। জানা গেছে, গরিলা গ্লাস ৫-এর চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী নতুন গরিলা গ্লাস ৬।

কর্নিং গরিলা গ্লাসের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক জিন বেইন এক বিবৃতিতে বলেন, ‘গরিলা গ্লাস ৬ অনেক উচ্চতা থেকেও পড়লে ভাঙবে না, এর গুরুত্বপূর্ণ বিষয় হলো একধিকবার পড়লেও টিকে থাকবে এমনভাবে এটি তৈরি করা হয়েছে।’

স্মার্টফোনের নকশা প্রতিনিয়ত পাতলা হচ্ছে। আর পাতলা নকশায় আগের চেয়ে আরও পাতলা করা হচ্ছে কাঁচের পর্দা। অন্যদিকে, কর্নিংয়ের দাবি এজ-টু-এজ পর্দা স্মার্টফোনকে আরও মজবুত করছে।

এর আগে কর্নিং স্বীকার করে নিয়েছে, কাঁচকে স্ক্র্যাচ নিরোধী করতে হলে কাঁচ ভাঙার দিকে কিছুটা ছাড় দিতে হয়। আবার কাঁচ বেশি শক্ত করতে হলে স্ক্র্যাচ নিরোধীর দিক থেকে ছাড় দিতে হয়। ইতিমধ্যে গরিলা গ্লাস ৬ উৎপাদন শুরু করে দিয়েছে কর্নিং। ধারণা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে এটি বাজারে আসবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here