ঢাকাঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন শেরে বাংলা হল প্রাধ্যক্ষ মো. জাফর ইকবাল খান।

নাম প্রকাশে না করার শর্তে বুয়েটের একজন শিক্ষক আজ (৯ অক্টোবর) বিকালে দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাতে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভায় প্রাধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর ক্ষোভে ফেটে পড়ে বুয়েট। এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে এখনও উত্তাল হয়ে আছে পুরো ক্যাম্পাস।

এর আগে, ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছিলেন যে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আবাসিক হল থেকে ছাত্র উৎখাতের ব্যাপারে অজ্ঞ থাকা এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় শেরে বাংলা হলের প্রাধ্যক্ষকে ১১ অক্টোবর বিকাল ৫টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here