শিশুর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার, সৎ মা গ্রেফতার
বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের দু’দিন পর সিয়াম নামের ৭ বছরের এক শিশুর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ মা ফেরদৌসিকে (২৩) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার মোরেলগঞ্জের বদনীভাঙ্গা গ্রামে বাড়ির বাথরুমের কাছে মাটি চাপা দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, রোববার বিকালে মোরেলগঞ্জের বদনীভাঙ্গা গ্রামের বাড়ি থেকে মিরাজ মোল্লার ছেলে সিয়াম নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে তার বাবা বিষয়টি থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে গোয়েন্দা তৎপরতা শুরু করে। সকালে বাথরুমের পাশে সন্দেহজনক মাটির স্তূপের খবর পেয়ে মাটি খুঁড়ে শিশু সিয়ামের লাশ উদ্ধার করা হয়।
শিশুটিকে হত্যা করে মাটিচাপা দেয়ার ঘটনায় জড়িত সৎ মা ফেরদৌসিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।