ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার ‘গর্বিত বাংলাদেশি’ কনসার্ট

Reporter Name

‘গর্বিত বাংলাদেশি’ কনসার্টের পোস্টারআগামী শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজমাঠে অনুষ্ঠিত হবে ‘গর্বিত বাংলাদেশি’ কনসার্ট। এখানে গান করবে নগরবাউল জেমস, মাকসুদ ও ঢাকা, মেহরিন এবং আর্টসেল। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করছে আইআরবি ইভেন্ট লিমিটেড। কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টে গান পরিবেশনের ফাঁকে ফাঁকে থাকবে সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্রের প্রদর্শনী।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, কনসার্টের টিকিটের দাম ২০০ টাকা। সঙ্গে প্রাণ লাচ্ছি ফ্রি। এ ছাড়া হবে র‍্যাফল ড্র।

আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মইন আল হেলাল সুফল বলেন, ‘নগরবাসীকে বিনোদন দেওয়ার আইআরবি ইভেন্ট লিমিটেড কাজ করছে। এর আগে আমরা রক অন ঢাকা কনসার্ট আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় এবার “গর্বিত বাংলাদেশি” কনসার্ট আয়োজন করতে যাচ্ছি।’

অনলাইনে টিকিট কেনা যাবে ticketchi.com থেকে। এ ছাড়া টিকিট পাওয়া যাবে টেস্টি ট্রিটের সব আউটলেটে। আইআরবি ইভেন্ট লিমিটেডের ফেসবুক পেজ থেকেও কেনা যাবে কনসার্টের টিকিট।

Tag :

About Author Information
Update Time : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
১০০৯ Time View

শুক্রবার ‘গর্বিত বাংলাদেশি’ কনসার্ট

Update Time : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮

‘গর্বিত বাংলাদেশি’ কনসার্টের পোস্টারআগামী শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজমাঠে অনুষ্ঠিত হবে ‘গর্বিত বাংলাদেশি’ কনসার্ট। এখানে গান করবে নগরবাউল জেমস, মাকসুদ ও ঢাকা, মেহরিন এবং আর্টসেল। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করছে আইআরবি ইভেন্ট লিমিটেড। কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টে গান পরিবেশনের ফাঁকে ফাঁকে থাকবে সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্রের প্রদর্শনী।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, কনসার্টের টিকিটের দাম ২০০ টাকা। সঙ্গে প্রাণ লাচ্ছি ফ্রি। এ ছাড়া হবে র‍্যাফল ড্র।

আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মইন আল হেলাল সুফল বলেন, ‘নগরবাসীকে বিনোদন দেওয়ার আইআরবি ইভেন্ট লিমিটেড কাজ করছে। এর আগে আমরা রক অন ঢাকা কনসার্ট আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় এবার “গর্বিত বাংলাদেশি” কনসার্ট আয়োজন করতে যাচ্ছি।’

অনলাইনে টিকিট কেনা যাবে ticketchi.com থেকে। এ ছাড়া টিকিট পাওয়া যাবে টেস্টি ট্রিটের সব আউটলেটে। আইআরবি ইভেন্ট লিমিটেডের ফেসবুক পেজ থেকেও কেনা যাবে কনসার্টের টিকিট।