ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা

Reporter Name

ঢাকাঃ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজুর রহমান মন্টু। তিনি এসব তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী মহিউদ্দিন আহমেদ মহি বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের বাসায় বসে ডিবিসি টেলিভিশন চ্যানেলে দেখতে পান, বিবাদী বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জনমনে রোষ, ভীতি, আতঙ্ক, বিশৃঙ্খলা, গুম, হত্যা এবং উসকানিমূলক বক্তব্য প্রকাশ ও প্রচার করেন। ওই চ্যানেলে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন।’ পরে এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এতে করে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়েছে। আসামি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন।

মামলার এজাহারে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এছাড়া, মামলায় বাদী নিজেসহ চার জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। 

About Author Information
আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
৩১৭ Time View

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ঢাকাঃ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজুর রহমান মন্টু। তিনি এসব তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী মহিউদ্দিন আহমেদ মহি বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের বাসায় বসে ডিবিসি টেলিভিশন চ্যানেলে দেখতে পান, বিবাদী বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জনমনে রোষ, ভীতি, আতঙ্ক, বিশৃঙ্খলা, গুম, হত্যা এবং উসকানিমূলক বক্তব্য প্রকাশ ও প্রচার করেন। ওই চ্যানেলে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন।’ পরে এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এতে করে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়েছে। আসামি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন।

মামলার এজাহারে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এছাড়া, মামলায় বাদী নিজেসহ চার জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।