শিরোনাম:
সপরিবারে লন্ডন গেলেন সিলেটের মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী অবশেষে লন্ডন সফরে গেলেন।
হাইকোর্টের নির্দেশে কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট জব্দ ছিল।
আরিফুল হক চৌধুরীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ছয় মাসের জন্য তার পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দেয়। পাসপোর্ট পাওয়ার পর আজ শনিবার সকাল ১০টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
আগামী ২২ সেপ্টেম্বর শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী সামা হক চৌধুরী, ছেলে আসিফুল হক চৌধুরী, মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরী ও আফছা হক চৌধুরী।
লন্ডনে অধ্যয়নরত মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরীর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে মেয়র আরিফের।
Tag :