শিরোনাম:
সাংবাদিক মিঠু শিকদাদের চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ২ লাখ ৫০ হাজার টাকা দরকার
ডেস্ক সবুজ দেশ নিউজ : দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ২৪.কমের সম্পাদক মিঠু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন তার হার্ডে একটি ব্লক রয়েছে। জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। সাংবাদিক মিঠু শিকদারের চিকিৎসার জন্য ডাক্তাররা জানিয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে পরিবার।
শনিবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়া হয়েছে। তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় চিকিৎসা মাধ্যমে হার্ডে রিংক বসাতে হবে।সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
Tag :