সাতক্ষীরায় সাপের কামড়ে বেদের মৃত্যু, স্ত্রী আহত
সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে বেদেপল্লীর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম একলু মিয়া (৩৫)।
একই সাপের কামড়ে আহত হয়েছেন তার স্ত্রী আলিনা খাতুন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের বারোবাজার এলাকার বেদে একলু মিয়া তার স্ত্রীকে নিয়ে তাঁবু টানিয়ে আলীপুর নতুনবাজারে থাকতেন।
আলীপুর ইউপি চেয়ারম্যান আবদুর রউফ জানান, রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকেই সাপে কামড়ায়। স্থানীয় ওঝাকে দেখিয়ে ঝাড়ফুঁক করার পরও অবস্থার অবনতি হলে তাদের নিয়ে আসা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে মারা যান একলু মিয়া। তার স্ত্রী আলিনা খাতুন (২২) এখনও চিকিৎসাধীন।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. আসাদুজ্জামান জানান, একলু মিয়া মারা গেছেন। তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।