সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির গ্রেফতার
সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির মো. নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান যুগান্তরকে জানান, বৃহস্পতিবার রাতে নুরুল হুদাকে শহরের চৌরঙ্গী মোড়ে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের সহিংসতা, কলেজ প্রভাষক মামুন হত্যাসহ নাশকতার অনেক মামলা রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।