ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে আটক আরাবিয়ান ঘোড়া হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • ১০৯ Time View

সবুজদেশ ডেস্কঃ

ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত থেকে আটককৃত একটি আরাবিয়ান রেসের ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বির কাছে এ ঘোড়া হস্তান্তর করেন।

এ সময় বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ভারতে পাচারকালে গত ১৫ আগস্ট ভোরে সাতক্ষীরা সীমান্তের বাঁশদাহ নামক স্থান থেকে থ্রু ব্রেড জাতের আরিয়ান ওই ঘোড়াটি আটক করা হয়। অন্যান্য সাধারণ ঘোড়ার মতো তাজা ঘাস, মানসম্মত খড়, ফল ও সবজি খেয়ে থাকে। এ জাতের ঘোড়া ক্ষেত্রবিশেষ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে। ঘোড়দৌড়ের জন্য এ জাতের ঘোড়া সারা বিশ্বে চাহিদা রয়েছে। দেশের সুরক্ষার কাজে এ ঘোড়া ব্যবহার করা হবে। এ ঘোড়ার বাজার মূল্য দেড় থেকে তিন কোটি টাকা।

Tag :