ঢাকাঃ

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) মেরামত সম্পন্ন হয়েছে। এখন দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক, অর্থাৎ আগের গতিতে ফিরেছে বলে জানা গেছে।

আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারেনট গেটওয়ে) ফোরামের সাধারণ সম্পাদক ও আইআইজি প্রতিষ্ঠান লেভেল-থ্রি ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ বলেন, ‘সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ শেষ হয়েছে। এখন ক্যাবল লাইভ। ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরেছে।’

এর আগে বলা হয়েছিল, ক্যাবল মেরামতে ৮ ঘণ্টা সময় লাগবে। সেই হিসাবে রাত সাড়ে ১০টার মধ্যে মেরামত শেষ হওয়ার কথা ছিল। জানা যায়, ৪ ঘণ্টা ১৪ মিনিটে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ সম্পন্ন হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here