সবুজদেম ডেক্সঃ সাভার সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সদস্যরা। ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. ইব্রাহীমের নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রায় এক ঘন্টা সময় ধরে পুরানো দলিল দস্তাবেজের ব্যাপারে খোঁজখবর করেন।

জানা যায়, এসময় তারা সাব রেজিস্ট্রার আবু তালেব সরকারের কক্ষে বসে গত এক বছরের পুরানো বেশকিছু দলিলের ব্যাপারে তথ্য জানতে চান। এরমধ্যে বেশ কয়েকটি দলিলের দাতা, গ্রহীতা ও মুসাফিদাকারক এবং জমির সরকার নির্ধারিত মূল্য তালিকার ব্যাপারে তারা তথ্য জানতে চান। এছাড়া অবৈধভাবে দলিল লেখক কল্যাণ সমিতির নামে কথিত সেরেস্তার ব্যাপারেও তথ্য পেয়েছে দুদক সদস্যরা।

অন্যদিকে, ছলচাতুরির মাধ্যমে নানান কায়দায় দলিল সম্পাদন করে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া ৭ জনের ব্যাপারে তদন্ত করছে দুদক। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানা গেছ। এদের মধ্যে তিনজন দলিল লেখক এবং একজন উমেদার ও একজন পিয়ন রয়েছেন বলে দুদক কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here