ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সালমান খানের পাশে ক্যাটরিনা

Reporter Name

প্রিয়াঙ্কা চোপড়া বাদ পড়েছেন সালমান খানের ‘ভারত’ ছবি থেকে। গত শুক্রবার ছবির পরিচালক আলি আব্বাস জাফার সেই খবর টুইট করে নিজেই জানিয়েছেন। এরপরেই বলিউড পাড়ায় জোর জল্পনা, ‘ভারত’ ছবিতে সালমান খান-ক্যাটরিনা কাইফের রসায়ন ফের দেখা যাবে।

জানা গেছে, প্রিয়াঙ্কার উপরে মোটেই খুশি ছিলেন না ‘ভারত’ ছবির নির্মাতারা। তাকে ‘অপেশাদার’ বলেও আখ্যাও দেওয়া হয়েছে। আর এর অন্যতম কারণ নিক জোনাস। টুইট করে প্রত্যক্ষ ভাবে সেই কথাও উল্লেখ করেছেন আলি আব্বাস জাফার।

বলিউড আর হলিউড জুড়ে বহুদিন ধরে শোনা যাচ্ছে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা। এমনকি গুঞ্জন, দু’জনে নাকি বাগদান পর্বও সেরে ফেলেছেন। এসব মাথায় রেখেই পরিচালক টুইট পোস্টে ঘুরিয়ে লিখেছেন, প্রিয়াঙ্কা এখন ‘নিক অফ টাইম’-এ।

এখন বলিউড জুড়ে জোর জল্পনা ‘ভারত’ ছবিতে সালমান খানের পাশে কোন অভিনেত্রীকে দেখা যাবে। সূত্রের খবর, সেই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফকে প্রস্তাব দেওয়া হবে। সালমান খান ও ছবির প্রযোজক অতুল ও অলভিরা অগ্নিহোত্রীর সঙ্গে ক্যাটরিনার ভাল সম্পর্ক। তাই তিনিই প্রিয়াঙ্কার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে।

Tag :

About Author Information
Update Time : ১১:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
৮৪৩ Time View

সালমান খানের পাশে ক্যাটরিনা

Update Time : ১১:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮

প্রিয়াঙ্কা চোপড়া বাদ পড়েছেন সালমান খানের ‘ভারত’ ছবি থেকে। গত শুক্রবার ছবির পরিচালক আলি আব্বাস জাফার সেই খবর টুইট করে নিজেই জানিয়েছেন। এরপরেই বলিউড পাড়ায় জোর জল্পনা, ‘ভারত’ ছবিতে সালমান খান-ক্যাটরিনা কাইফের রসায়ন ফের দেখা যাবে।

জানা গেছে, প্রিয়াঙ্কার উপরে মোটেই খুশি ছিলেন না ‘ভারত’ ছবির নির্মাতারা। তাকে ‘অপেশাদার’ বলেও আখ্যাও দেওয়া হয়েছে। আর এর অন্যতম কারণ নিক জোনাস। টুইট করে প্রত্যক্ষ ভাবে সেই কথাও উল্লেখ করেছেন আলি আব্বাস জাফার।

বলিউড আর হলিউড জুড়ে বহুদিন ধরে শোনা যাচ্ছে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা। এমনকি গুঞ্জন, দু’জনে নাকি বাগদান পর্বও সেরে ফেলেছেন। এসব মাথায় রেখেই পরিচালক টুইট পোস্টে ঘুরিয়ে লিখেছেন, প্রিয়াঙ্কা এখন ‘নিক অফ টাইম’-এ।

এখন বলিউড জুড়ে জোর জল্পনা ‘ভারত’ ছবিতে সালমান খানের পাশে কোন অভিনেত্রীকে দেখা যাবে। সূত্রের খবর, সেই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফকে প্রস্তাব দেওয়া হবে। সালমান খান ও ছবির প্রযোজক অতুল ও অলভিরা অগ্নিহোত্রীর সঙ্গে ক্যাটরিনার ভাল সম্পর্ক। তাই তিনিই প্রিয়াঙ্কার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে।