ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত নিয়ে যা বললেন প্রণয় ভার্মা

 

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কারণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, “সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে ২ দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। বিএসএফ ও বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে প্রণয় ভার্মা বলেন, “নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।

ভারতের হাইকমিশনার আরও বলেন, “আমি পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি।

সবুজদেশ/এসইউ

About Author Information

সীমান্ত নিয়ে যা বললেন প্রণয় ভার্মা

Update Time : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কারণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, “সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে ২ দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। বিএসএফ ও বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে প্রণয় ভার্মা বলেন, “নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।

ভারতের হাইকমিশনার আরও বলেন, “আমি পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি।

সবুজদেশ/এসইউ