ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে কাঁকড়া ধরার নিষিদ্ধ চারু পুড়িয়ে ধ্বংস

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে।

 

পূর্ব সুন্দরবনের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনে সোমবার (৩ মার্চ) দুপুরে বিপুল পরিমাণ কাঁকড়া ধরার নিষিদ্ধ চারু জব্দ করেছেন বনরক্ষীরা। জব্দ করা চারু (চাঁই) আগুনে পোড়ানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলের সময় পশুর নদীর কাছে বনের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কাঁকড়া ধরার চারু জব্দ করেন। কাঁকড়ার প্রজনন মৌসুম গত দুই মাস যাবৎ সুন্দরবনে কাকড়া ধরা নিষিদ্ধ রয়েছে। আইন না মেনে কতিপয় জেলে গোপনে সুন্দরবনের খালে বাশের তৈরী চারু দিয়ে কাকড়া শিকার করে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারি অবৈধভাবে কাকড়া ধরার অপরাধে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা দুইজন জেলেকে আটক করে বাগেরহাট আদালতে প্রেরন করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলাম শামিম মোবাইল ফোনে বলেন, কোকিলমোনি বনাঞ্চল থেকে জব্দ করা বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু সোমবার দুপুরে কোকিলমোনি ফরেস্ট টহল ফাড়ির অফিস চত্বরে আগুনে পুড়িয়ে ধংস করে ফেলা হয়েছে।

সবুজদেশ/এসইউ

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

সুন্দরবনে কাঁকড়া ধরার নিষিদ্ধ চারু পুড়িয়ে ধ্বংস

Update Time : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

পূর্ব সুন্দরবনের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনে সোমবার (৩ মার্চ) দুপুরে বিপুল পরিমাণ কাঁকড়া ধরার নিষিদ্ধ চারু জব্দ করেছেন বনরক্ষীরা। জব্দ করা চারু (চাঁই) আগুনে পোড়ানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলের সময় পশুর নদীর কাছে বনের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কাঁকড়া ধরার চারু জব্দ করেন। কাঁকড়ার প্রজনন মৌসুম গত দুই মাস যাবৎ সুন্দরবনে কাকড়া ধরা নিষিদ্ধ রয়েছে। আইন না মেনে কতিপয় জেলে গোপনে সুন্দরবনের খালে বাশের তৈরী চারু দিয়ে কাকড়া শিকার করে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারি অবৈধভাবে কাকড়া ধরার অপরাধে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা দুইজন জেলেকে আটক করে বাগেরহাট আদালতে প্রেরন করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলাম শামিম মোবাইল ফোনে বলেন, কোকিলমোনি বনাঞ্চল থেকে জব্দ করা বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু সোমবার দুপুরে কোকিলমোনি ফরেস্ট টহল ফাড়ির অফিস চত্বরে আগুনে পুড়িয়ে ধংস করে ফেলা হয়েছে।

সবুজদেশ/এসইউ