সবুজদেশ ডেক্সঃ  চুয়াডাঙ্গার তেষট্টিআড়িয়া গ্রামের স্কুল ছাত্র সুভাষ কুমার সাধু কা হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। রোববার দিনগতরাতে এই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সুভাষের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
পুলিশ জানায় চুয়াডাঙ্গার তেষট্টি আড়িয়া গ্রামের গনেশ কুমার সাধু কার ছেলে সুভাষ কুমার সাধু কা, গত ২৪ অক্টোবর রাতে চাচতো ভাইদের সাথে জেলা শহরের পান্না সিনেমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত নামযজ্ঞ শুনতে আসে। এইদিন সে হলেরন সামনের একটি চা দোকানে ১ হাজার টাকার নোট ভাঙ্গিয়ে বিল দেন। এই টাকা দেখে পিছু লাগে শহরের ফার্ম পাড়ার মকবুল হোসেনের ছেলে সুমন, সিনেমা হল পাড়ার মিরাজুলের ছেলে ইরাক ও কুতুবপুর গ্রামের খোয়াজের ছেলে ফরহাদ। সুভাষকে কৌশালে ভাব জমিয়ে সাহিত্য পরিষদের ভিতর নিয়ে গিয়ে টাকা ছিনিয়ে নিতে যায়। এসময় টাকা না হলে সুভাষের সাথে তিন যুবকের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সুভাষ মারা গেলে তারা পালিয়ে যায়। পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই ভবতোষ রায় জানান, তথ্য প্রযুক্তি সহযোগিতায় সুমন, ইরাক, ফরহাদকে রোববার দিনগতরাতে নিজনিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে।
আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here