ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সেই ভিক্ষুক রানুকে বাড়ি উপহার দিলেন সালমান

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

সংগীত ভুবনে এখন আলোচনা কেবল রানু মণ্ডলকে নিয়ে। হঠাৎ করেই জীবনটা বদলে গেছে তার। রানাঘাটের রেলস্টেশনে গান গেয়ে বেড়ানো রানু এখন সবার চোখের মণি। হিমেশের সুরে সিনেমার গান গাওয়ার পর হইচই পড়ে গেছে তাকে নিয়ে।

শোনা যাচ্ছিল এবার সালমান খানের ‘বিগ বস’র ১৩তম সিজনে দেখা যাবে তাকে। বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো ‘বিগ বস’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

কিন্তু এর আগে চমক হাজির। সালমান খান নাকি ৫৫ লাখ টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন রানু মণ্ডলকে। সালমান অভিনয়ের বাইরেও অনেক সমাজসেবামূলক করেন ৷ সেই ধারাবাহিকতায় এবার রানুকে ৫৫ লাখ টাকার আস্ত বাড়ি উপহার হিসেবে দিলেন সাল্লু ভাই।

রানুর গানের একটি ভিডিও ভাইরাল হয় সম্প্রতি। এই গানই বদলে দিলো তার জীবন। কোটি কোটি মানুষ তার গানশুনে প্রশংসা করছে। এরপর নদিয়ার রানু মণ্ডল গান রেকর্ড করেন হিমেশ রেশমিয়ার সুরে। ‘তেরি মেরি কাহানি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি থাকবে বলিউডের আসন্ন ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমায়। এই গানটির কয়েকটি লাইনও এখন ভাইরাল।

https://youtu.be/s4ILDIU_CcE

About Author Information
আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
৪৫২ Time View

সেই ভিক্ষুক রানুকে বাড়ি উপহার দিলেন সালমান

আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

সংগীত ভুবনে এখন আলোচনা কেবল রানু মণ্ডলকে নিয়ে। হঠাৎ করেই জীবনটা বদলে গেছে তার। রানাঘাটের রেলস্টেশনে গান গেয়ে বেড়ানো রানু এখন সবার চোখের মণি। হিমেশের সুরে সিনেমার গান গাওয়ার পর হইচই পড়ে গেছে তাকে নিয়ে।

শোনা যাচ্ছিল এবার সালমান খানের ‘বিগ বস’র ১৩তম সিজনে দেখা যাবে তাকে। বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো ‘বিগ বস’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

কিন্তু এর আগে চমক হাজির। সালমান খান নাকি ৫৫ লাখ টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন রানু মণ্ডলকে। সালমান অভিনয়ের বাইরেও অনেক সমাজসেবামূলক করেন ৷ সেই ধারাবাহিকতায় এবার রানুকে ৫৫ লাখ টাকার আস্ত বাড়ি উপহার হিসেবে দিলেন সাল্লু ভাই।

রানুর গানের একটি ভিডিও ভাইরাল হয় সম্প্রতি। এই গানই বদলে দিলো তার জীবন। কোটি কোটি মানুষ তার গানশুনে প্রশংসা করছে। এরপর নদিয়ার রানু মণ্ডল গান রেকর্ড করেন হিমেশ রেশমিয়ার সুরে। ‘তেরি মেরি কাহানি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি থাকবে বলিউডের আসন্ন ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমায়। এই গানটির কয়েকটি লাইনও এখন ভাইরাল।

https://youtu.be/s4ILDIU_CcE