শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় এলজিইডি রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত
সবুজদেশ ডেক্সঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের উচিতপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে আফজাল হোসেনকে বহনকারী গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আফজাল হোসেনকে বহনকারী গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
প্রথম আলোর তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত ৫৯৩ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৯৪ জন নিহত হন। বুধ ও বৃহস্পতিবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটনায় হতাহতের এই সংখ্যা আরও বেড়েছে।
Tag :