ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক বিভাজকে মাইক্রোবাস, নিহত ১

Reporter Name

রাজধানী ঢাকার তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। আহত শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাইক্রোবাসটি জব্দ করে থানায় রাখা হলেও চালক পালিয়ে গেছেন বলে তেজগাঁও থানার পুলিশ জানায়।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তেজগাঁওয়ে সড়ক সংস্কারের কাজ করছিলেন শ্রমিকেরা। সে সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে সড়ক সংস্কারের কাজ করতে থাকা দুই শ্রমিক শফিকুল ইসলাম (৪০) ও ইসমাইল হোসেন (৪০) গুরুতর আহত হন। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত শফিকুল ইসলাম শেরপুর নালিতাবাড়ীর তারাকান্দি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাইল হোসেন একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলী।

Tag :

About Author Information
Update Time : ১২:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
৮৫৭ Time View

সড়ক বিভাজকে মাইক্রোবাস, নিহত ১

Update Time : ১২:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮

রাজধানী ঢাকার তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। আহত শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাইক্রোবাসটি জব্দ করে থানায় রাখা হলেও চালক পালিয়ে গেছেন বলে তেজগাঁও থানার পুলিশ জানায়।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তেজগাঁওয়ে সড়ক সংস্কারের কাজ করছিলেন শ্রমিকেরা। সে সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে সড়ক সংস্কারের কাজ করতে থাকা দুই শ্রমিক শফিকুল ইসলাম (৪০) ও ইসমাইল হোসেন (৪০) গুরুতর আহত হন। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত শফিকুল ইসলাম শেরপুর নালিতাবাড়ীর তারাকান্দি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাইল হোসেন একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলী।