ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হলিউডে দুজন

Reporter Name

বাংলাদেশের চিত্রনায়িকা পূর্ণিমাকে গতকাল রোববার দেখা গেল হলিউডে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, সেখানে তিনি কী করছেন? পূর্ণিমা কি এখন হলিউডের ছবিতে অভিনয় করবেন? কিছুক্ষণ পর তিনি হেসে প্রথম আলোকে জানালেন, সেখানে তিনি একা নন, তাঁর সঙ্গে আছেন আরও একজন। কে? জানালেন, বাংলাদেশের আরেক চিত্রতারকা আরিফিন শুভ।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো হলিউডে গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা। অন্যদিকে, আরিফিন শুভ এবারই প্রথম সেখানে গিয়েছেন। আরিফিন শুভ ও পূর্ণিমা জুটি মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে, আরিফিন শুভ ও পূর্ণিমা জুটি হয়ে ‘জ্যাম’ নামের আরেকটি ছবিতে অভিনয় করতে পারেন। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে তেমনটাই জানা গেছে। তবে নিউইয়র্ক থেকে শুভ জানিয়েছেন, এই ছবিতে তাঁর অভিনয় করার সম্ভাবনা কম।

পূর্ণিমা বললেন, ‘শুভ আমাকে জানিয়েছে “জ্যাম” ছবিতে অভিনয় করবে না।’ অন্যদিকে, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল আশা ছাড়েননি। তিনি বলেন,‘আরিফিন শুভর সঙ্গে ছবিটি নিয়ে তাঁর আলোচনা অনেক দূর এগিয়েছে। আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন, দেশের ফেরার পর বিষয়টি নিয়ে আবার আমাদের একসঙ্গে বসার কথা। কিছু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, আশা করছি এসবের অবসান হবে। তখন সবাইকে একটা ইতিবাচক সংবাদ দিতে পারব।’হলিউডে পূর্ণিমা আবার হলিউড প্রসঙ্গ। পূর্ণিমা ও আরিফিন শুভ সেখানে কী করছেন? পূর্ণিমা বলেন, ‘যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে অংশ নিতে আমি এখানে এসেছি। বাংলাদেশ-আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএএলএ) আয়োজিত আনন্দমেলা অনুষ্ঠান কর্তৃপক্ষ আমাকে “লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন” সনদ দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জুডি শু পূর্ণিমার হাতে ‘লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন’ সনদ তুলে দেন। একই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যান্ড প্রমিথিউসের বিপ্লব, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, আরটিভির প্রধান নির্বাহী আশিকুর রহমানকে এই সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে ঘুরে বেড়িয়েছেন পূর্ণিমা। ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছান তিনি। ২৭ জুলাই যান হলিউডে। এ যাত্রায় সঙ্গী হিসেবে আছেন আরিফিন শুভ। হলিউড কেমন উপভোগ করেছেন? পূর্ণিমা বলেন, ‘হলিউডের কাছে আসাটা অনেকের কাছে স্বপ্ন। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে এখানে আসতে পারা আমার জন্য স্বপ্নের। সেই স্বপ্নের জায়গায় এসে ছবি না তুললে কি হয়? আমরা দুজন আধা ঘণ্টার মতো সেখানে ছিলাম। সবকিছু ঘুরে দেখেছি। যতটা সময় ছিলাম, খুব ভালো লেগেছে। হলিউডের দ্য ওয়াক অব ফেম ঘুরে বেশি ভালো লেগেছে। এখানে বিশ্বের নামী শিল্পীদের নাম দেখেছি। এ সময় আমার সঙ্গে আরিফিন শুভও ছিলেন।’

পূর্ণিমা এর আগে যখন হলিউড গিয়েছিলেন, তখন নিজর মতো করে ঘুরে বেড়িয়েছেন। এবার সঙ্গী হিসেবে আছেন শুভ। তাই সময়টা তাঁদের দারুণ কেটেছে। বললেন, ‘হলিউডে চলচ্চিত্র পরিবারের দুজন একসঙ্গে ঘুরেছি। দারুণ অভিজ্ঞতা হয়ে থাকল।’

পূর্ণিমা জানান, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১ আগস্ট ঢাকায় ফিরবেন তিনি। এসেই আবার ব্যস্ত হয়ে পড়বেন নতুন কাজে।

Tag :

About Author Information
Update Time : ০৫:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
৯৭৮ Time View

হলিউডে দুজন

Update Time : ০৫:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮

বাংলাদেশের চিত্রনায়িকা পূর্ণিমাকে গতকাল রোববার দেখা গেল হলিউডে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, সেখানে তিনি কী করছেন? পূর্ণিমা কি এখন হলিউডের ছবিতে অভিনয় করবেন? কিছুক্ষণ পর তিনি হেসে প্রথম আলোকে জানালেন, সেখানে তিনি একা নন, তাঁর সঙ্গে আছেন আরও একজন। কে? জানালেন, বাংলাদেশের আরেক চিত্রতারকা আরিফিন শুভ।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো হলিউডে গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা। অন্যদিকে, আরিফিন শুভ এবারই প্রথম সেখানে গিয়েছেন। আরিফিন শুভ ও পূর্ণিমা জুটি মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে, আরিফিন শুভ ও পূর্ণিমা জুটি হয়ে ‘জ্যাম’ নামের আরেকটি ছবিতে অভিনয় করতে পারেন। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে তেমনটাই জানা গেছে। তবে নিউইয়র্ক থেকে শুভ জানিয়েছেন, এই ছবিতে তাঁর অভিনয় করার সম্ভাবনা কম।

পূর্ণিমা বললেন, ‘শুভ আমাকে জানিয়েছে “জ্যাম” ছবিতে অভিনয় করবে না।’ অন্যদিকে, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল আশা ছাড়েননি। তিনি বলেন,‘আরিফিন শুভর সঙ্গে ছবিটি নিয়ে তাঁর আলোচনা অনেক দূর এগিয়েছে। আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন, দেশের ফেরার পর বিষয়টি নিয়ে আবার আমাদের একসঙ্গে বসার কথা। কিছু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, আশা করছি এসবের অবসান হবে। তখন সবাইকে একটা ইতিবাচক সংবাদ দিতে পারব।’হলিউডে পূর্ণিমা আবার হলিউড প্রসঙ্গ। পূর্ণিমা ও আরিফিন শুভ সেখানে কী করছেন? পূর্ণিমা বলেন, ‘যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে অংশ নিতে আমি এখানে এসেছি। বাংলাদেশ-আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএএলএ) আয়োজিত আনন্দমেলা অনুষ্ঠান কর্তৃপক্ষ আমাকে “লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন” সনদ দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জুডি শু পূর্ণিমার হাতে ‘লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন’ সনদ তুলে দেন। একই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যান্ড প্রমিথিউসের বিপ্লব, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, আরটিভির প্রধান নির্বাহী আশিকুর রহমানকে এই সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে ঘুরে বেড়িয়েছেন পূর্ণিমা। ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছান তিনি। ২৭ জুলাই যান হলিউডে। এ যাত্রায় সঙ্গী হিসেবে আছেন আরিফিন শুভ। হলিউড কেমন উপভোগ করেছেন? পূর্ণিমা বলেন, ‘হলিউডের কাছে আসাটা অনেকের কাছে স্বপ্ন। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে এখানে আসতে পারা আমার জন্য স্বপ্নের। সেই স্বপ্নের জায়গায় এসে ছবি না তুললে কি হয়? আমরা দুজন আধা ঘণ্টার মতো সেখানে ছিলাম। সবকিছু ঘুরে দেখেছি। যতটা সময় ছিলাম, খুব ভালো লেগেছে। হলিউডের দ্য ওয়াক অব ফেম ঘুরে বেশি ভালো লেগেছে। এখানে বিশ্বের নামী শিল্পীদের নাম দেখেছি। এ সময় আমার সঙ্গে আরিফিন শুভও ছিলেন।’

পূর্ণিমা এর আগে যখন হলিউড গিয়েছিলেন, তখন নিজর মতো করে ঘুরে বেড়িয়েছেন। এবার সঙ্গী হিসেবে আছেন শুভ। তাই সময়টা তাঁদের দারুণ কেটেছে। বললেন, ‘হলিউডে চলচ্চিত্র পরিবারের দুজন একসঙ্গে ঘুরেছি। দারুণ অভিজ্ঞতা হয়ে থাকল।’

পূর্ণিমা জানান, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১ আগস্ট ঢাকায় ফিরবেন তিনি। এসেই আবার ব্যস্ত হয়ে পড়বেন নতুন কাজে।