ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে টিসিবির পণ্য

সবুজদেশ ডেস্ক:

স্মার্ট ফ্যামিলি কার্ডে মিলবে টিসিবি পণ্য। ছবি: সংগৃহীত

 

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমেই সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবীর।

শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে রমজান উপলক্ষে আগাম প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন টিসিবির মুখপাত্র।

হুমায়ুন কবীর বলেন, “স্মার্ট কার্ডের মাধ্যমেই ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা দেওয়া হবে। ছোলা ও খেজুরের জন্য এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। জানুয়ারির ভেতর এসব পণ্য টিসিবির গুদামে চলে আসবে।”

টিসিবির মুখপাত্র বলেন, “একটি পরিবার থেকে যেন একাধিক ব্যক্তি না পায়, সেজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড করা হচ্ছে। ডিলারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এখন ডিলার নিয়োগ বন্ধ রয়েছে। ভবিষ্যতে ডিলারের প্রয়োজন হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে।”

টিসিবি পণ্য সরবরাহে সমস্যার বিষয় স্বীকার করে হুমায়ুন কবীর আরও বলেন, “পণ্য স্থানীয় পর্যায়ে পৌঁছাতে বিঘ্ন হচ্ছে না। তবে মনিটরিংটা ঠিকমতো হচ্ছে না। ভোক্তার কাছে সঠিকভাবে যেতে যে সহযোগিতা দরকার, সেটাতে কমতি রয়েছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিসিবির মুখপাত্র বলেন, “বর্তমানে স্থানীয় প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় না থাকায় পণ্য সরবরাহে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে ডিসি অফিস ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। যেসব জায়গায় অনিয়ম হচ্ছে সুনির্দিষ্ট তথ্য পেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

রমজানে পণ্যের সংকট হবে না জানিয়ে হুমায়ুন কবীর বলেন, “রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেসবেরও প্রস্তুতি নেওয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
২৫ Time View

১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে টিসিবির পণ্য

আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

 

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমেই সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবীর।

শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে রমজান উপলক্ষে আগাম প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন টিসিবির মুখপাত্র।

হুমায়ুন কবীর বলেন, “স্মার্ট কার্ডের মাধ্যমেই ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা দেওয়া হবে। ছোলা ও খেজুরের জন্য এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। জানুয়ারির ভেতর এসব পণ্য টিসিবির গুদামে চলে আসবে।”

টিসিবির মুখপাত্র বলেন, “একটি পরিবার থেকে যেন একাধিক ব্যক্তি না পায়, সেজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড করা হচ্ছে। ডিলারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এখন ডিলার নিয়োগ বন্ধ রয়েছে। ভবিষ্যতে ডিলারের প্রয়োজন হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে।”

টিসিবি পণ্য সরবরাহে সমস্যার বিষয় স্বীকার করে হুমায়ুন কবীর আরও বলেন, “পণ্য স্থানীয় পর্যায়ে পৌঁছাতে বিঘ্ন হচ্ছে না। তবে মনিটরিংটা ঠিকমতো হচ্ছে না। ভোক্তার কাছে সঠিকভাবে যেতে যে সহযোগিতা দরকার, সেটাতে কমতি রয়েছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিসিবির মুখপাত্র বলেন, “বর্তমানে স্থানীয় প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় না থাকায় পণ্য সরবরাহে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে ডিসি অফিস ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। যেসব জায়গায় অনিয়ম হচ্ছে সুনির্দিষ্ট তথ্য পেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

রমজানে পণ্যের সংকট হবে না জানিয়ে হুমায়ুন কবীর বলেন, “রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেসবেরও প্রস্তুতি নেওয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না।

সবুজদেশ/এসইউ