ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ গণমাধ্যম ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা

Reporter Name
ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা ৩০০ গণমাধ্যম!

গণমাধ্যমের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত বিদ্বেষপূর্ণ ব্যবহার ও মন্তব্যের প্রতিবাদে একজোট হয়েছে দেশটির ৩০০ গণমাধ্যম।

দেশটির বিখ্যাত সংবাদমাধ্যম ‘বস্টন গ্লোব’ সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছিল। বস্টন গ্লোবের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে তারা প্রচার অভিযান শুরু করতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা জানিয়ে ‘#EnemyOfNone’ হ্যাশটাগ ব্যবহার করার ডাক দিয়েছে বস্টন গ্লোব।

গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘ফেইক নিউজ’ বলে উপহাস করে ট্রাম্প। তিনি ক্রমাগত সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ আখ্যায়িত করে থাকে। ট্রাম্পের এসব কার্যক্রমের বিরুদ্ধে ‘#EnemyOfNone’ হ্যাশট্যাগই উপযুক্ত জবাব বলে মনে করছে গণমাধ্যমগুলো।

Tag :

About Author Information
Update Time : ০৬:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
৯১৭ Time View

৩০০ গণমাধ্যম ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা

Update Time : ০৬:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা ৩০০ গণমাধ্যম!

গণমাধ্যমের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত বিদ্বেষপূর্ণ ব্যবহার ও মন্তব্যের প্রতিবাদে একজোট হয়েছে দেশটির ৩০০ গণমাধ্যম।

দেশটির বিখ্যাত সংবাদমাধ্যম ‘বস্টন গ্লোব’ সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছিল। বস্টন গ্লোবের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে তারা প্রচার অভিযান শুরু করতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা জানিয়ে ‘#EnemyOfNone’ হ্যাশটাগ ব্যবহার করার ডাক দিয়েছে বস্টন গ্লোব।

গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘ফেইক নিউজ’ বলে উপহাস করে ট্রাম্প। তিনি ক্রমাগত সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ আখ্যায়িত করে থাকে। ট্রাম্পের এসব কার্যক্রমের বিরুদ্ধে ‘#EnemyOfNone’ হ্যাশট্যাগই উপযুক্ত জবাব বলে মনে করছে গণমাধ্যমগুলো।