ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩০ কেজি স্বর্ণের লেহেঙ্গা! ফ্যাশন শোতে কারিনার চমক

Reporter Name

৩০ কেজি ওজন তার পোশাকের! একেবারে যেন নিজেকে সোনায় মুড়ে নিলেন কারিনা কাপুর। সোনালি রঙের লেহেঙ্গা, ওজনও তেমন। সেই পরে মঞ্চে যেন গোল্ডেন গার্ল কারিনা। ডিজাইনার গাউনের কথা আগেও শুনেছেন। সেগুলো অসম্ভব সুন্দর, তবে এত ভারি পোশাকে কীভাবে স্বচ্ছন্দ থাকেন নায়িকারা।

করিনা নিজে অবশ্য বলছেন, তার জন্য সুন্দর দেখাটাই প্রধান। এর জন্য কোন কিছু করতে তিনি পিছপা হবেন না। তাই ৩০ কেজি ওজনের লেহেঙ্গা পরেই র‍্যাম্পে হাঁটলেন করিনা। কুড়িয়ে নিলেন অসংখ্য হাততালি।

র‍্যাম্প মাতালেন করিনা। গোল্ডেন লেহেঙ্গায় ঝলসে উঠল মঞ্চ। হওয়াটাই স্বাভাবিক, কারণ সুন্দরের পূজারি কারিনা। সর্বদাই তার স্টানিং লুক! তিনি যে পোশাকই পরুন না কেন, সবেতেই সুপার হিট।

About Author Information
আপডেট সময় : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
১০১২ Time View

৩০ কেজি স্বর্ণের লেহেঙ্গা! ফ্যাশন শোতে কারিনার চমক

আপডেট সময় : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮

৩০ কেজি ওজন তার পোশাকের! একেবারে যেন নিজেকে সোনায় মুড়ে নিলেন কারিনা কাপুর। সোনালি রঙের লেহেঙ্গা, ওজনও তেমন। সেই পরে মঞ্চে যেন গোল্ডেন গার্ল কারিনা। ডিজাইনার গাউনের কথা আগেও শুনেছেন। সেগুলো অসম্ভব সুন্দর, তবে এত ভারি পোশাকে কীভাবে স্বচ্ছন্দ থাকেন নায়িকারা।

করিনা নিজে অবশ্য বলছেন, তার জন্য সুন্দর দেখাটাই প্রধান। এর জন্য কোন কিছু করতে তিনি পিছপা হবেন না। তাই ৩০ কেজি ওজনের লেহেঙ্গা পরেই র‍্যাম্পে হাঁটলেন করিনা। কুড়িয়ে নিলেন অসংখ্য হাততালি।

র‍্যাম্প মাতালেন করিনা। গোল্ডেন লেহেঙ্গায় ঝলসে উঠল মঞ্চ। হওয়াটাই স্বাভাবিক, কারণ সুন্দরের পূজারি কারিনা। সর্বদাই তার স্টানিং লুক! তিনি যে পোশাকই পরুন না কেন, সবেতেই সুপার হিট।