শিরোনাম:
৮৪ বেতল ফেন্সিডিলসহ ঝিনাইদহে আটক ২
ঝিনইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর আালম এর নেতৃত্বে ইন্সপেক্টর জনাব মোঃ আবুল খায়ের,এসআাই/মোঃ সেলিম রেজা,এসআই মোঃ অাব্দুল আলিম সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ১০/০৯/২০১৮ খ্রিঃ ঝিনাইদহ পৌরসভাধীন আারাপপুর মোড় থেকে আসমী ১।মোছাঃসুমনা বেগম(৩৩),স্বামী-ইকরামূল হোসেন,২।মোছাঃ হালিমা বেগম(৩০),স্বামী-হযরত আলী,উভয় সাং-মাইলবাড়ীয়া ঢাকালেপাড়া,থানা-মহেশপুর,জেলা-ঝিনাইদহদ্বয়ের হেফাজত হইতে উদ্ধারকৃত ৮৪ বেতল ফেন্সিডিলসহ আটক করে ঝিনাইদহ ডিবি পুলিশ।
Tag :