অতিরিক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু
পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত অ্যালকোহল পান করে দু’জন মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) রাতে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, ঈশ্বরদীর সাবেক পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলুর ছেলে ওহিদুর রহমান সজল (৩২) এবং সজলের বন্ধু ফতে মোহাম্মদপুর এলাকার মৃত শামীম হোসেনের ছেলে রাজু হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) রাতে স্থানীয় হোমিও ঔষধ বিক্রেতা শ্যামলের কাছ থেকে অ্যালকোহল কিনে পান করেন তারা। রোববার (১২ এপ্রিল) দুপুরে দুইজনই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দশটার দিকে দু’জনের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির জানান, আমরা শুনেছি তারা অতিরিক্ত অ্যালকোহল পান করে মারা গেছেন। রাজশাহীতে ইউডি মামলা ও ময়না তদন্ত শেষে মরদেহ ঈশ্বরদীতে আসবে। তারপর বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি।