ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে কৌতুক শিল্পী মজিবর

  • Reporter Name
  • Update Time : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে।

চুয়াডাঙ্গাঃ

অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েছেন কৌতুক শিল্পী মজিবর রহমান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিজয় মেলা ও নাট্যোসবে কৌতুক শিল্পী হিসেবে অংশগ্রহণ করেন মুজিবর রহমান। অনুষ্ঠান শেষে রাতে ফেরার পথে বুক জ্বালাপোড়া শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার সঙ্গীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, বুকে জ্বালাপোড়া নিয়ে হাসপাতালে আসেন তিনি। তার মুখ থেকে মদের দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তার অ্যাসিডিটি বেড়ে গিয়েছিল। ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার কথা বলেছি, তিনি রাজি হননি। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুক্ষণ পর তিনি চলে যান। তবে মদ্যপানের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে মজিবর রহমানের সঙ্গে থাকা সঙ্গীদের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। 

Tag :

অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে কৌতুক শিল্পী মজিবর

Update Time : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

চুয়াডাঙ্গাঃ

অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েছেন কৌতুক শিল্পী মজিবর রহমান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিজয় মেলা ও নাট্যোসবে কৌতুক শিল্পী হিসেবে অংশগ্রহণ করেন মুজিবর রহমান। অনুষ্ঠান শেষে রাতে ফেরার পথে বুক জ্বালাপোড়া শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার সঙ্গীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, বুকে জ্বালাপোড়া নিয়ে হাসপাতালে আসেন তিনি। তার মুখ থেকে মদের দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তার অ্যাসিডিটি বেড়ে গিয়েছিল। ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার কথা বলেছি, তিনি রাজি হননি। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুক্ষণ পর তিনি চলে যান। তবে মদ্যপানের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে মজিবর রহমানের সঙ্গে থাকা সঙ্গীদের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।