ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অদম্য মেধাবী: মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় কালীগঞ্জের শেফা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ৭২৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ

একজন দক্ষ চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। গরীব ও দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিবো। চেষ্টা করবো অসহায় মানুষের পাশে থাকার। বাবা ও মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। তাদের কষ্টের মূল্য দিতে চাই।

কথাগুলো বলছিল এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় শের ই বাংলা মেডিকেল কলেজে চান্স পাওয়া কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মোঃ আব্দুল মোমিনের মেয়ে শামছুন্নাহার শেফা। কিন্তু সেই চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে শেফার মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবা ও মা।

শামছুন্নাহার শেফা জানায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় তার স্থান ১৮৮২তম। ২০১৮ সালে সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২০ সালে সরকারি মাহতাব উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করায় অনেক প্রাইভেট পড়তে হয়েছে। স্যারেরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে মানিক স্যার অভিবাবকের ভ‚মিকা পালন করেছেন। সে অসুস্থ মানিক স্যারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সে জানায়, মা-বাবার সামর্থ্য নেই। কিন্তু চেষ্টা করে অসহায় মানুষের পাশে থাকার। আমিও চেষ্টা করবো মা-বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

বাবা-মায়ের সাথে শেফা

শেফার বাবা আব্দুল মোমিন জানান, তিনি দর্জির কাজ করেন। সেখান থেকে যা আয় হয় সেটা দিয়ে মেয়ের পড়াশোনা ও পরিবারের সকল খরচ বহন করি। মেয়েকে ভর্তির জন্য বেশ টাকার প্রয়োজন। এখন এই টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। তিনি মেয়ের ভর্তির জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

শেফাকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭৩৪-৬৩৯৯০৬ (শেফার পিতা) এই নম্বরে।

Tag :