অনির্দিষ্টকালের জন্য বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল
রাজবাড়ীঃ
২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ রোবাবার সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরাও পারের অপেক্ষায় রয়েছেন। কিছু ব্যক্তিগত ছোট গাড়ি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল নদী পারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে রাতেই নদী পার হয়েছে জরুরি পণ্যবাহী সকল যানবাহন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
শনিবার দৌলতদিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষ গাদাগাদি করে ফেরিতে নদী পার হয়ে ঢাকায় গেছেন। এতে ঝুঁকি রয়েছে করোনা ভাইরাস সংক্রমণের। ফলে আর যেন যাত্রীরা ঢাকায় যেতে না পারে হয়তো সেজন্য কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করেছে।