সবুজদেশ ডেস্কঃ

সকাল তখন ১২ টা বেজে ১০ মিনিট। হঠাৎ মিরপুর শেরে বাংলার একাডেমি মাঠে আসলেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাডেমি মাঠে তখন চলছিল চট্টগ্রাম এবং বরিশালের অনুশীলন।

মাঠে ঢুকে দুই দলের অনুশীলন দেখে বুট পড়ে নেমে যান অনুশীলনে। কিছুক্ষণ গা গরম করে সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেন ম্যাশ। ২৫-৩০ মিনিট বোলিং অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক।

বোলিং শেষে বেলা ১টা ৫ মিনিট থেকে রানিং শুরু করেন তিনি। রানিংয়ের দুই রাউন্ড পরই হাঁপিয়ে যান ম্যাশ। পরে ধীরে ধীরে পাঁচ রাউন্ড শেষ করে ছাউনিতে গিয়ে বসে পড়েন তিনি।

করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটাররা মাঠে ফিরলেও এখনও ২২ গজে ফেরা হয়নি মাশরাফির। সর্বশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর করোনায় সকল ক্রিকেটীয় ইভেন্ট বন্ধ হয়ে যাওয়ায় আর মাঠে নামা হয়নি তার।

ফিট না থাকার কারণে মাশরাফির নাম প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি। তবে নির্বাচকরা জানিয়েছেন ফিট হলে মাশরাফি যে কোনো দলে সরাসরি খেলতে পারবেন। আর একাধিক দল নিতে চাইলে লটারির মাধ্যামে নিতে হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here