ঝিনাইদহের কোটচাঁদপুরে অপারেশন ডেভিল হান্টে আব্দুল মালেক (৫৩) ও বাবুল আহাম্মেদ (৫০) নামে দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আটক করা হয়। পরে ওই দুজনকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর।
আটককৃতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত তাহাজ্জেদ বিশ্বাসের ছেলে আব্দুল মালেক। তিনি দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। একই উপজেলার দয়ারামপুর গ্রামের শাখায়াত হোসেনের ছেলে বাবুল আহাম্মেদ। তিনি দোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
লক্ষিপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, আটককৃতরা কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ। এদের মধ্যে আব্দুল মালেককে দয়ারামপুর বাজারের পাশ থেকে ও বাবুল আহম্মেদকে লক্ষিপুর বাজার থেকে আটক করা হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, তাদেরকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/কেএবি/এসএএস