ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ৫৬৯

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে।

 

দেশব্যাপী যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অভিযানসহ অন্যান্য অভিযানে শুক্রবার থেকে আজ পর্যন্ত ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে দুটি এক নলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, একটি করে দা, ছুরি, দুটি লোহার রড ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ওই ঘটনায় বেশ কয়েকজনের আহতের ঘটনার পর বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।

৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযান শুরু করে যৌথবাহিনী। সেই অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হন ১২ হাজারের বেশি ‘ডেভিল’। পাশাপাশি গ্রেফতার করা হয় অন্যান্য মামলার অনেক আসামিকেও।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে ডাক, যা জানা গেল

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ৫৬৯

Update Time : ০৮:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

দেশব্যাপী যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অভিযানসহ অন্যান্য অভিযানে শুক্রবার থেকে আজ পর্যন্ত ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে দুটি এক নলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, একটি করে দা, ছুরি, দুটি লোহার রড ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ওই ঘটনায় বেশ কয়েকজনের আহতের ঘটনার পর বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।

৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযান শুরু করে যৌথবাহিনী। সেই অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হন ১২ হাজারের বেশি ‘ডেভিল’। পাশাপাশি গ্রেফতার করা হয় অন্যান্য মামলার অনেক আসামিকেও।

সবুজদেশ/এসইউ