ঝিনাইদহঃ

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসকে দুর্নীতি ও ঘুষমুক্ত করতে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি’র অতিরিক্ত কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন।

ইতোমধ্যে তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের অতিরিক্ত কোনো ফি না নিতে নির্দেশও দিয়েছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

ভুপালী সরকার জানান, জমির নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারী ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকাসহ সর্বমোট ১১৭০ টাকা। কালীগঞ্জ ভূমি অফিসের কেউ অযথা হয়রানি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি তাকে ০১৭২৫৯৬৯৮৩০ নম্বরে জানাতে অনুরোধ করেছেন।

ভুপালী সরকার আরো জানান, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী দুইজনই সমান দণ্ডনীয় অপরাধে অপরাধী। তিনি কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here