যশোরঃ
যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া বিওপির অধীন বড়আন্দুলিয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকৃতদের প্রাথমিক চিকিৎসা ও করোনার নমুনা দিতে প্রথমে উপজেলা সরকারি মডেলহাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ আইনের ১১ (৩) ধারায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা যশোর, নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আন্দুলিয়া বিজিবি চৌকির সুবেদার নজরুল ইসলাম চৌগাছা থানায় লিখিত অভিযোগে জানান, বুধবার ভোর ৬টার দিকে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া বিওপির মেইন পিলার ৪৫/৪ এস হতে ১০০ গজ অভ্যন্তরে বড়আন্দুলিয়া গ্রামের মাঠে অনেকগুলো লোক বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করার জন্য পায়ে হেটে যাচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে গিয়ে দেখি নারী ও শিশুসহ ১৮ ব্যক্তি বাংলাদেশ হতে ভারত সীমান্তের দিকে যাচ্ছে। তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশী বলে পরিচয় দেন।
তিনি আরো উল্লেখ করেন, সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মুঠোফোনে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করে তাদের আটক করা হয়েছে। তারা ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ আইনের ১১(৩) ধারা লঙ্ঘন করে বাংলাদেশ থেকে অবৈধপথে ভারতে প্রবেশ করছিল। তাদের নামে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মামলা নথিভুক্তের ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।
আটকরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার পিরলী গ্রামের শেখ মুন্না হোসেন (৩৬), তার বোন শেখ রুমা বেগম (৪২), তানিয়া মোল্যা (২৫), শেখ খাইরুল ইসলাম (২৮) পুড়লীয়া গ্রামের মিনারুল ইসলাম সরদার (২০) ও তার স্ত্রী আফিয়া খাতুন (১৮), সুহিনা খাতুন (৩০), আল হাদিস (৪), তারপুর গ্রামের আকাশ হোসেন গাজী (২৬) ও তার স্ত্রী রুকাইয়া খাতুন (২৩)। বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ গ্রামের শেখ আল-মামুন (২৩), চ¤পা খাতুন (১৮), মোড়েলগঞ্জ উপজেলার পাঠামাড়া গ্রামের আল-আমিন (৩৫) ও তার স্ত্রীর শারমিন খাতুন (২০), তাদের ছেলে সাব্বির হোসেন (৩)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালীয়া গ্রামের মহিদুল ইসলাম (২৯) ও তার সহোদর ইমদাদুল ইসলাম (২৫) এবং যশোর সদর উপজেলার তপসীডাঙ্গার কহিনুর বেগম (৪০)।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, পাসপোর্ট আইনের ধারা লঙ্ঘনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। তাদেরকে প্রথমে ঝিগরগাছার গাজীরদরগাহতে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। কোয়ারেন্টাইন শেষে তাদের আদালতে নেয়া হবে।