ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অভয়নগরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

যশোরের অভয়নগরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় লোহার রডের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে, মৃত বৃদ্ধকে নিজের বাবা দাবি করেছে শুভ মণ্ডল (১৪) নামের এক কিশোর। শুভ জানায়, তার বাবা দৃষ্টি প্রতিবন্ধী ছিল। তিনি কীভাবে এখানে এসেছেন সেটা জানে না।

তিনি বলে, ‘‘আমার বাবার নাম শুভল মণ্ডল। বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বেনে পুকুর গ্রামে। তিনি শুভ আয়ান জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল করিম বলেন,  এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

অভয়নগরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Update Time : ০১:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

 

যশোরের অভয়নগরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় লোহার রডের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে, মৃত বৃদ্ধকে নিজের বাবা দাবি করেছে শুভ মণ্ডল (১৪) নামের এক কিশোর। শুভ জানায়, তার বাবা দৃষ্টি প্রতিবন্ধী ছিল। তিনি কীভাবে এখানে এসেছেন সেটা জানে না।

তিনি বলে, ‘‘আমার বাবার নাম শুভল মণ্ডল। বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বেনে পুকুর গ্রামে। তিনি শুভ আয়ান জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল করিম বলেন,  এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা।

সবুজদেশ/এসইউ