ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

বিশ্ব জুড়ে যখন করোনার আতংক ছড়িয়ে পড়েছে। সেই সময় ঢালিউডে নেমে এলো শোকের ছায়া। অজানার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

অভিনেতা রওনক হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অভিনেত্রী লিনা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিলো।

জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।

প্রসঙ্গত, ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

About Author Information
আপডেট সময় : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
৩৪১ Time View

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই

আপডেট সময় : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০

সবুজদেশ ডেস্কঃ

বিশ্ব জুড়ে যখন করোনার আতংক ছড়িয়ে পড়েছে। সেই সময় ঢালিউডে নেমে এলো শোকের ছায়া। অজানার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

অভিনেতা রওনক হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অভিনেত্রী লিনা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিলো।

জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।

প্রসঙ্গত, ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।