অভয়নগর উপজেলা চেয়ারম্যানের অফিসে ছাত্রলীগ নেতা আকাশ গুলিবিদ্ধ
যশোর :
যশোর জেলার অভয়নগর উপজেলা চেয়ারম্যানের অফিসে নওয়াপাড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আকাশ (২৬) গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাকে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থার অবনতির কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আকাশ উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের সমর্থক।
অভয়নগর থানার এসআই নাসির বলেন, পীর বাড়ির সামনে মঙ্গলবার আনুমানিক ৪টার দিকে আকাশ গুলিবিদ্ধ হয়েছেন। তূর্য নামে এক যুবকের অস্ত্র থেকে গুলি বের হয়। আকাশের গলায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রাথমিকভাবে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতির পর খুলনায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, গুলিবিদ্ধের ঘটনা উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের নির্বাচনী কার্যালয়ের অফিসে ঘটে। তবে ঘটনার পর থেকে তূর্য পলাতক এবং অস্ত্র উদ্ধার হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তবে এসআই নাসির দাবি করেন, অস্ত্র নিয়ে নাড়া-চাড়া করার সময় গুলি বের হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকাল ৫টার পর জরুরি বিভাগে গলায় গুলিবিদ্ধ অবস্থায় নওয়াপাড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ ভর্তি হন। তার অপারেশন চলছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ হোসেনের নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।