অসহায় মানুষের জন্য গ্রীন ভয়েসের ‘ভালবাসার থলে’
বিশেষ প্রতিনিধিঃ
করোনা সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও অঘোষিত লকডাউন সর্বত্র। দেশের এই ক্রান্তিলগ্নে গ্রীন ভয়েস এগিয়ে এসেছে,সারা দেশের মানুষ যখন করো না ভাইরাসের প্রাদুর্ভাব এ ঘরবন্দি।
ঠিক তখনই গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা আলমগীর কবির এর নেতৃত্বে ঝিনাইদহ জেলা গ্রীন ভয়েসের সফল সভাপতি ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ৩য় বারের মত ৩য় সপ্তাহের ভালবাসার থলে পৌঁছে দেওয়া হলো অসহায় ও দুস্থদের মাঝে।
ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রামের অসহায় পরিবার এর মাঝে ৩য় পর্যায়ে সাপ্তাহিক নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিলো ঝিনাইদহ জেলা গ্রীন ভয়েস। যাদের কেউ ভ্যান চালক,কেউ দিনমজুর আবার কেউ সামী-সন্তানহারা বিধবা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, পিয়াজ, লবণ, সোয়াবিন তেল, মুড়ি, কেজি করলা, চিড়া, সাবান, কাঁচাঝাল দেবার পাশাপাশি দেওয়া হয়েছে এই বিপদকালীন সময়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি আকিবুল ইসলাম বলেন, আমরা যারা এই মহামারি দুর্যোগে অসহায় মানুষের কাছে যাচ্ছি কিছু খাদ্যসামগ্রী নিয়ে তারা বুঝতে পারছি তাদের কস্টটা। তারা আমাদের গাড়ি বা আমাদের দেখলে চলে আসে কিছু পাবার আসায়। কিন্তু আমাদের সামর্থ নাই সবাইকে দেবার। যতটুকু পারছি চেষ্টা করছি। আপনাদের নিকট আকুল আবেদন করছি তাদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ান।