অসহায় ৭৫ পরিবারদের পাশে দাঁড়ালেন গ্রামের তিন যুবক
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাইগুনি এলাকার তিন যুবকের উদ্যোগে ৭৫টি অসহায় পরিবার পেল খাদ্য সামগ্রী। বুধবার বিকেল ৪টায় বাইগুনি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণ করা হয়।
বাইগুনি গ্রামের অমিত কুমার, রুপায়ন হাজরা, মিথুন মোড়ল এলাকার বিত্তশালীদের কাছ থেকে অার্থিক সহযোগিতা নিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ৬ কেজি চাউল, দুই কেজি ডাল, দুই কেজি অালু, একটি সাবান ও একটি মাস্ক।
বাইগুনি গ্রামের অমিত কুমার জানান, বাইরে বের হতে না পেরে এলাকার খেটে খাওয়া মানুষদের বাড়িতে খাবার নেই। বর্তমানে তারা অসহায় হয়ে পড়েছেন। এদের তালিকা প্রস্তুত করে ৭৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তালার সহকারি কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম বলেন, গ্রামের যুবকরাও করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এগিয়ে আসছে। এমনিভাবে সমাজের সকল বিত্তশালী মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তবেই সকলে মিলে এই কঠিন পরিস্থিতি আমরা মোবাবেলা করতে পারবো।